দেশের উত্তরাঞ্চলে জমিদারদের আবাসস্থান নাটোর জেলার অন্তগর্তবনপাড়া হতে ১২ কিলোমিটার এবং নাটোর জেলা শহর হতে ২০ কিলোমিটার দূরে বাগাতিপাড়া উপজেলায় দয়ারামপুর ইউনিয়নে কাদিরাবাদ সেনানিবাসে কাদিরাবাবদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজটি অবস্থিত। ১৯৯৫ সালে কাদিরাবাদ সেনানিবাসে কর্মরত সেনা অফিসার ও ক্যান্টনমেন্ট বোর্ডের তৎকালীন ক্যান্টনমেন্ট একজিকিউটিভ অফিসারের আন্তরিক প্রচেষ্টা ও সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় শিক্ষার মহান উদ্দেশ্যকে সামনে রেখে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজের মটো ‘‘কথা নয় কাজ’’ এবং উদ্দেশ্য ‘‘এসো শিক্ষাব্রতে যাও সেবার তরে’’।১৯৯৭ সালে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এ কলেজটি অধিগ্রহণ করে পরিচালনার দায়ভার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডের উপর ন্যাস্ত করে। কলেজ কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্ঠায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষ বোর্ড রাজশাহীর অধীনে পরিচালিত এ কলেজটি এতদাঞ্চলের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। পাবলিক পরীক্ষার ফলাফল বরাবর অত্যন্ত সম্মান জনক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী মেধাতালিকায় নিয়মিত স্থান পেয়ে আসছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS