ক) ন্যায় বিচারের স্বার্থে, গ্রাম আদালতে বিচাররধীন কোন মামলা ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট(কগনিজেন্স) যে কোন সময় উঠিয়ে নিতে পারেন।
খ) গ্রাম আদালত যদি মনে করেন যে, সুবিচারের স্বার্থে বিচাররধীন কোন মামলায় অভিযুক্ত ব্যক্তির উচ্চতর সাজার দরকার তবে সে মামলাটি
বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাতে পারেন।
গ) পুলিশ গ্রাম আদালতের বিচারযোগ্য যে কোন অপরাধের অনুসন্ধান করতে পারে তবে সে মামলাটি ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ইচ্ছে করলে অনুসন্ধান
শেষে সংশ্লিষ্ট গ্রাম আদালতে বিচারের জন্য প্রেরণ করতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS