Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমিউন্নয়ন কর ও বিভিন্ন ফি

সিটিজেনচার্টার

৪নং দয়ারামপুর ইউনিয়ন ভূমি অফিস

বাগাতিপাড়া,নাটোর।

ক্র নং

সেবার ধরণ

সেবা প্রাপ্তির জন্য অনুসরণীয় পদ্ধতি

প্রয়োজনীয় ফি ও নির্ধারিত নূন্যতম/সর্বোচ্চ সময়সীমা

সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর পদবী

নির্ধারিত সময়ে সেবা না পেলে কি পরণীয়

০১

উপজেলা ভূমি অফিসের সকল প্রকার আবেদন পত্র

সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে।

সকল প্রকার আবেদন পত্র অনলাইনের মাধ্যমে ৪নং কলম ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে করতে হবে।একটি খতিয়ানের আবেদন করতে ১০০/= মাত্র।

সকল প্রকার আবেদন পত্র প্রধান সহকারীর নিকট জমা দিতে হবে।

 

০২

নাম জারী/জমা খারিজ

সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে মূল দলিল ও ভায়া দলিলের সার্টিফাইড কপি বা মূল খতিয়ানের সার্টিফাইড কপি বা মূল কপি সহ ফটোকপি, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি ক্ষেত্রে ওয়ারিশদের মধ্য রেজিষ্ট্রিকৃত .....বাটোয়ারা দলিল/ওয়ারিশন সনদ ও জমির পূর্নাঙ্গ তফশীল (মৌজা,খতিয়ান নং দাগ নং, জমির পরিমান ইত্যাদি) থাকতে হবে।

কোন জটিলতা না থাকলে আবেদন করার ৪৫ দিনের মধ্য কার্যক্রম সমাপ্ত করা হবে। কোর্ট ফি টাকা আবেদন পত্রেরে সাথে দিতে হবে। নোটিশ জারীর ফি প্রতি সাকিন নূন্যতম ২/=টাকা নোটিশ জারীর সময় দিতে হবে। খতিয়ার ফি ৪৩/= টাকা তৎসহ দাগ ও আগত খতিয়ানের বাটা ফি নানজারীর অনুমোদনের পর ডি.সি আর মারফত জমা দিতে হবে। রেকর্ড সংরক্ষণ ফি ২০০/= সর্ব মোট ২৪৫/= মাত্র।

ক) সহকারী কমিশনার

(ভূমি)সহকারীকর্মকর্তা ও জমা সহকারী।

খ) কানুনগো ও ভিপি সহকারী নথি পরীক্ষা করেণ।

গ) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়াল তদন্ত করেন।

ঘ) জমা সহকারী নথি সংরক্ষণ, উপস্থাপন ও খতিয়ান সংরক্ষণ করেন।

ঙ) নাজির ডিসিআর প্রদান করেন।

চ) নাজির ও প্রসেস সার্ভার নোটিশ জারী অন্তে প্রতিবেদন দেন।

 

ক) আদেশের ৩০ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করা যাবে।

খ) সহকারী কমিশনার

(ভূমি) এর আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আপীল করা যাবে।