সিটিজেনচার্টার
৪নং দয়ারামপুর ইউনিয়ন ভূমি অফিস
বাগাতিপাড়া,নাটোর।
ক্র নং | সেবার ধরণ | সেবা প্রাপ্তির জন্য অনুসরণীয় পদ্ধতি | প্রয়োজনীয় ফি ও নির্ধারিত নূন্যতম/সর্বোচ্চ সময়সীমা | সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর পদবী | নির্ধারিত সময়ে সেবা না পেলে কি পরণীয় |
০১ | উপজেলা ভূমি অফিসের সকল প্রকার আবেদন পত্র | সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। | সকল প্রকার আবেদন পত্র অনলাইনের মাধ্যমে ৪নং কলম ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে করতে হবে।একটি খতিয়ানের আবেদন করতে ১০০/= মাত্র। | সকল প্রকার আবেদন পত্র প্রধান সহকারীর নিকট জমা দিতে হবে। |
|
০২ | নাম জারী/জমা খারিজ | সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে মূল দলিল ও ভায়া দলিলের সার্টিফাইড কপি বা মূল খতিয়ানের সার্টিফাইড কপি বা মূল কপি সহ ফটোকপি, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি ক্ষেত্রে ওয়ারিশদের মধ্য রেজিষ্ট্রিকৃত .....বাটোয়ারা দলিল/ওয়ারিশন সনদ ও জমির পূর্নাঙ্গ তফশীল (মৌজা,খতিয়ান নং দাগ নং, জমির পরিমান ইত্যাদি) থাকতে হবে। | কোন জটিলতা না থাকলে আবেদন করার ৪৫ দিনের মধ্য কার্যক্রম সমাপ্ত করা হবে। কোর্ট ফি টাকা আবেদন পত্রেরে সাথে দিতে হবে। নোটিশ জারীর ফি প্রতি সাকিন নূন্যতম ২/=টাকা নোটিশ জারীর সময় দিতে হবে। খতিয়ার ফি ৪৩/= টাকা তৎসহ দাগ ও আগত খতিয়ানের বাটা ফি নানজারীর অনুমোদনের পর ডি.সি আর মারফত জমা দিতে হবে। রেকর্ড সংরক্ষণ ফি ২০০/= সর্ব মোট ২৪৫/= মাত্র। | ক) সহকারী কমিশনার (ভূমি)সহকারীকর্মকর্তা ও জমা সহকারী। খ) কানুনগো ও ভিপি সহকারী নথি পরীক্ষা করেণ। গ) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়াল তদন্ত করেন। ঘ) জমা সহকারী নথি সংরক্ষণ, উপস্থাপন ও খতিয়ান সংরক্ষণ করেন। ঙ) নাজির ডিসিআর প্রদান করেন। চ) নাজির ও প্রসেস সার্ভার নোটিশ জারী অন্তে প্রতিবেদন দেন।
| ক) আদেশের ৩০ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করা যাবে। খ) সহকারী কমিশনার (ভূমি) এর আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আপীল করা যাবে।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস