৪নং দয়ারামপুর ইউপি কার্যালয়ের পিছনে একটি কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েচে সেটা একদম পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। কারন সেখানে এত ছোট জায়গা যে সেখান গবাধী পশু যাবার জায়গা নেই। আমাদের ইউনিয়ন পরিষদটি খুব পুরাতন এবং খুব খারাপ অবস্থায় রয়েছে।বর্তমানে কৃত্রিম প্রজনন কেন্দ্রটি বন্ধ আছে।